কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি ১৯ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উখিয়ার পালংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালানো হয়।
৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে ৮ এপিবিএন’র উদ্যোগে ক্যাম্প-১৪ এ অভিযান পরিচালিত হয়। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে রোহিঙ্গা ক্যাম্প-১৪ থেকে ১৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগ ও অন্যান্য মামলা রয়েছে। গ্রেফতার সকলেই ১৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
উল্লেখ্য, চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুইজন মাঝিসহ ৭ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হামলায় নিহত হয়। আহত হয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা নেতা। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে অপারেশন রুট আউট নামে সন্ত্রাসীদের গ্রেফতারে এই অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই