রাঙামাটিতে ২টি অজগর সাপ অবমুক্ত করেছে কাপ্তাই উপজেলা বিনবিভাগ। রবিবার বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলার জাতীয় উদ্যানে এই সাপগুলো অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তা মো. খন্দকার মাহমুদুল হক মুরাদ।
বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি রাঙামাটি কলেজ গেইট এলাক থেকে একটি ও বিজিবি সেক্টর এলাকা থেকে অন্য একটি মোট ২টি অজগর সাপ উদ্বার করেন দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা। পরে সাপগুলো রাঙামাটির কাপ্তাই উপজেলার অধিনে ফরেস্ট রেঞ্জে হস্তান্তর করলে বন বিভাগের কর্মকর্তারা সাপগুলোর অভায়শ্রমে অবমুক্ত করেন।
কাপ্তাই বন বিভাগের কর্মকর্তা মো. খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, অজগর সাপ ২টি খুবই সুস্থ সবল আছে। তাদের পর্যাপ্ত খাবারের পর বনে অবমুক্ত করা হয়েছে। একটি অজগর লম্বায় ৭ফুট। অন্যটি ৬ফুট। পার্বত্যাঞ্চলের জীব বৈচিত্র রক্ষা করতে বন বিভাগ কাজ করছে। পাহাড়ে বন্য প্রাণী রক্ষা করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল