দিনাজপুরের হাকিমপুরে ধানক্ষেত থেকে পরিত্যক্ত দুটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে-এসব মুক্তিযুদ্ধের সময় ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলী নামে এক কৃষকের ক্ষেত থেকে মর্টার শেল দুটি উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, হাকিমপুর উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলী নামে এক কৃষক তার ধানক্ষেতে সেচ দেওয়ার সময় কোদালে শক্ত কিছু অনুভব করেন। পরে মাটি খুঁড়ে মর্টার শেল দুটি দেখতে পেলে পুলিশকে খবর দেন। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন দুটি মর্টার শেল ফেলা হয়েছিল। তবে মর্টার শেল দুটি নিষ্ক্রিয় কিনা আমাদের বিশেষজ্ঞরা আসার পর জানতে পারবো। মর্টার শেল দুটি থানার বাউন্ডারির মধ্যে সাবধানে আনা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই