ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের বগিবিহীন খালি ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে মোবারক হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের অধীনে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের খেওয়ায় গ্রামের মুরাদ মিয়ার ছেলে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার জানান, মোবারক সকালে রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় বগিবিহীন খালি একটি ইঞ্জিন দ্রুত গতিতে চলছে।
বগিবিহীন খালি ইঞ্জিনটি ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় আসলে অসাবধানতাবশত ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন