বগুড়ার গাবতলীতে নিখোঁজ হওয়ার ৫ দিনপর মঙ্গলবার দুপুরে ধানক্ষেত থেকে কিশোর ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভ্যানগাড়ী চালক আরিফ হোসেন (১৩) উপজেলার মহিষাবান ইউনিয়নের পারানীপাড়া গ্রামের ভ্যান চালক আব্দুল জলিলের।
গত রবিবার (৩১ অক্টোবর) গাবতলী মডেল থানায় ১৫০৭ নং নিখোঁজ জিডিতে পিতা আব্দুল জলিল বলেছেন, ২৮ অক্টোবর বিকেল ৪ টায় তার ছেলে আরিফ হোসেন (১৩) স্থানীয় মালেক বাজারের উদ্দেশ্যে বাড়ী বের হয়ে নিখোঁজ হয়। এলাকায় ছেলের সন্ধান চেয়ে প্রচার চালানো হয়। ঘটনার দিন মঙ্গলবার জনৈক এক গৃহবধু ঘাষ কাটতে গিয়ে বিলকাতলাহারের উত্তরে একটি ধান ক্ষেতে লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। সংবাদ পেয়ে আরিফের বাবা আব্দুল জলিল এসে, লাশটি তার ছেলে নিখোঁজ আরিফের বলে শনাক্ত করে। থানায় সংবাদ দেয়া হলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়।
বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, ধান ক্ষেত থেকে আরিফ হোসেন নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সে একজন চার্জার ভ্যানচালক ছিল। ৪ দিন আগে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তাকে হত্যা করা হয়েছে কি না, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
বিডি প্রতিদিন/নাজমুল