কুমিল্লার লাকসামে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার খিলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন (৩৫) ওই বাজারের রহমত উল্লাহর স'মিলের শ্রমিক। ঘাতক মাইন উদ্দিনও (৩২) একই স'মিলের শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স'মিলের এ দু'শ্রমিক বাজারের খবির উদ্দিনের হোটেলে ভাত খেতে যায়। খাবার টেবিলে উভয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাইন উদ্দিন হোটেলের বটি নিয়ে মনিরকে কোপাতে যায়। এসময় মনির আত্মরক্ষার্থে দোকান থেকে বেরিয়ে কুমিল্লা-নোয়াখালী সড়কে দৌড়াতে থাকে। কিন্তু মাইন উদ্দিন পিছনে দৌড়ে এসে সড়কেই মনিরকে বটি দিয়ে কোপায়। এতে মনিরের গলা কেটে গেলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক মাইন উদ্দিন পালানোর সময় লোকজন আটক করে পিটুনি দেয়।
২ সন্তানের জনক নিহত মনির হোসেনের স্ত্রী জরিনা আক্তার তার স্বামীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইন উদ্দিনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল