ময়মনসিংহের ফুলপুরে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় তাদের এসব সরঞ্জমাদি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ও লাইন ডাইরেক্টর ডা. মাহমুদুর রহমান, ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া।
আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব খান, ফুলপুর পৌরসভার মেয়র মি. শশধর সেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা, ফুলপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী ও সাংবাদিক আব্দুল মান্নান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই