ফরিদপুরের চরভদ্রাসনে বিয়ে বাড়িতে এক কিশোরীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে মঙ্গলবার চরভদ্রাসন থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গাজীরটেক ইউনিয়নের মাসুদ ব্যাপারী (২৭) গত ছয় বছর ধরে সৌদি আরব ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় চার বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে চরভদ্রাসনের টিলার চর গ্রামের লুৎফর শেখের মেয়ে বর্না আক্তারের (২১) সাথে পরিচয় হয়। বর্না সৌদী আরবের রিয়াদে থাকত। গত আড়াই বছর আগে তিনি দেশে চলে আসেন।
গত ২৭ অক্টোবর চরভদ্রাসনে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ২৮ অক্টোবর শুক্রবার রাতে মাসুদ তিন বোন ও বেশ কয়েকজন আত্মীয় নিয়ে বেড়াতে (ফিরানি) আসেন।
মাসুদ জানায়, ২৯ অক্টোবর বিকেল তিনটার দিকে বর্নাকে গোসল করানোর সময় একটি দোচালা ঘরের সামনে উঠানে বসানো হয়। এর মধ্যে দোচালা ঘরের মধ্যে তার বোনের (১৭) চিৎকার শুনতে পেয়ে এগিয়ে গেলে বর্নার মামাতো ভাই মো. কাউসার (১৯), জমজ দুই খালাতো ভাই সোহাগ শেখ (১৯) ও শিপন শেখ (১৯) দৌড়ে দিয়ে ঘর হতে বের হয়ে যায়। তিনি ঘরের মধ্যে গিয়ে তার বোনকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। তার কিশোরী বোনকে প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসলে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তার বোনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
তবে ধর্ষণ চেষ্টার ঘটনা অস্বীকার করে বর্না জানান, তাকে গোসলের জন্য সকলে প্রস্তুত হচ্ছিল। এ সময় তার ননদের (মাসুদের বোন) গায়ে রং দেয় তার ছোট বোন শিল্পী (১৬)। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তার ননদ পরে গিয়ে দোচালা ঘরের টিনের সাথে আঘাত পায় এবং অসুস্থ হয়।
বর্নার বাবা লুৎফর শেখ বলেন, যেহেতু বর্না ও মাসুদ প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন এজন্য এ বিয়ে কোনোভাবেই মেনে নিতে চাচ্ছিল না মাসুদের বাবা আলীমুদ্দিন বেপারী (৪৯)। এজন্য ঘটনার পর তাদের কাছে মীমাংসার জন্য গেলেও তিনি সমাধানে রাজী হননি।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, মঙ্গলবার দুপুরে ধর্ষণচেষ্টা ও সহায়তার অভিযোগে চার জনকে আসামি করে মামলা করেছেন কিশোরীর বাবা আলীমুদ্দিন বেপারী। এজাহারভুক্ত তিনজন মামুন শেখ, সোহাগ ও শিপনকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই