জাকির হোসেন (৩৫) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা দক্ষিণপাড়া এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি নিয়ে ফুলবাড়িয়া থানায় আত্মসমর্পন করে আফরোজা খাতুন (২৬) নামে এক নারী।
ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে বলেন, আত্মসমর্পণকারী নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
নিহত জাকির উপজেলার বাক্তা দক্ষিণপাড়া গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানি। জাকিরের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেনের সাথে প্রতিবেশী রফিকুল ইসলামের স্ত্রী আফরোজার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি তার স্বামী জেনে যান। পরকীয়ার সম্পর্ক ছিন্ন করতে কয়েকদফা চেষ্টা করে আফরোজা। কিন্তু জাকির হোসেন বিষয়টি এলাকায় প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। এর পর স্বামী-স্ত্রী মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার গভীর রাত পর্যন্ত বাড়ির পাশে বাক্তা দক্ষিণপাড়া বাজারে চা বিক্রি করেন জাকির। পরের দিন বৃহস্পতিবার সকালে বাজারের পাশেই আফরোজা খাতুনের ঘরে ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। আফরোজা থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে।
বিডিপ্রতিদিন/কবিরুল