ফেনীর ফুলগাজীতে দোকানের ছাদ থেকে পড়ে মানিক রায় (৩৫) নামের এক ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে ফুলগাজী উপজেলার আমজাদের হাট ইউনিয়নের মনিপুরে এই ঘটনা ঘটে। নিহত মানিক রায় স্থানীয় রায়মন মাস্টারের ছেলে।
মানিকের ভাই জানান, মনিপুরে মানিক তার ঔষধের দোকান মাষ্টার ফার্মেসীর ছাদে উঠে সোলার প্লেটের কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লেগে প্রচণ্ড রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলগাজী থানারা অফিসার ইনচার্জ বলেন, মানিককে স্থানীয়রা ফুলগাজী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল