দর্শক নন্দিত নাটক ‘ক্ষত-বিক্ষত’ দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে মঞ্চস্থ হয়েছে। শনিবার রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী নবরূপী আয়োজিত শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবের শেষ নাটক এটি সবার হৃদয় ছুয়ে যায়।
দিনাজপুরের নাট্যদল আমাদের থিয়েটারের প্রযোজনায় ও মমতাজ উদ্দীন আহমেদের রচনায় এবং নয়ন বার্টেল এর নির্দেশনায় দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে নাট্যোৎসবের শেষ নাটক “ক্ষত-বিক্ষত” মঞ্চস্থ হয়।
ক্ষত-বিক্ষত নাটকের কাহিনী সমন্ধে নির্দেশক নয়ন বার্টেল বলেন, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পরবর্তী সময়ে তারা নিজ কৃতকর্মের প্রতি অনুতপ্ত না হয়ে সুযোগ বুঝে জুলুম-নির্যাতনের মজবুদ বেড়াজাল বিস্তার করতে থাকে। তার বাস্তব চরিত্র হলো নাটকের সোলায়মান চেয়ারম্যান এর চরিত্র শেষে চেয়ারম্যান কৌশলে পালিয়ে যায় এবং পরবর্তীতে শাসক গোষ্ঠীর প্রত্যেক্ষ সহযোগিতায় মন্ত্রী হিসেবে আবির্ভুত হন।
নাটকে অভিনয় করেছেন তারা হলেন, হারুন-উর-রশিদ, নয়ন বার্টেল, সন্ধ্যা কুজুর, ইমরান, শাহিন, কার্তিক রায়, আরিয়ানা সাবা, শিউলি বাড়া, তারেকুজ্জামান তারেক, ইফতেখার উদ্দীন চানু, ষষ্ঠি চন্দ্র, শ্রাবণ, অরুণ কুমার রায়, মীন আরা পারভিন ডালিয়া,সাইফুল ইসলাম, সহিদুল ইসলাম সহিদুল্লাহ, নিশাদ, রুদ্র, সম্রাট, শিবানী ও তারাপদ রায়।
বিডি প্রতিদিন/এএ