"আদিবাসী বাঙালি এক হও" এমন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে মানববন্ধন পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর শাখার নেতাকর্মীরা ও সমর্থকেরা।
রবিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করেন তারা।
মানববন্ধনে ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, দিনাজপুর জেলা আদিবাসী পরিষদের সভাপতি শীতল মার্ডি, ছাত্র পরিষদের সভাপতি সোহেল পিতর, আদিবাসী পরিষদের উপদেষ্টা রবিউল আউয়াল খোকা, জাসদ নেতা শহীদুল ইসলাম সহিদল্লাহ, সিপিবি নেতা এস.এম চন্দন, বাসদ নেতা কিবরিয়া হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি শিবানী উরাও, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল টুডু, নবাবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রবি সরেন, আদিবাসী ছাত্র পরিষদের সদস্য প্রদীপ খালকো প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন