পাবনার চাটমোহরে নিজের জমিতে ঘাস কাটতে গিয়ে পাওয়ার ট্রলির (ঘাস কাটার যন্ত্র) নিচে পড়ে আকতার হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড়বেলাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, পেশায় কৃষক আকতার হোসেন সকালে নিজের জমিতে ঘাস কাটতে যান। এ সময় শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলির ওপর বসে নিজেই ঘাস কাটছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রলির নিচে পড়ে গেলে ধারালো ব্লেডের আঘাতে গলা ক্ষতবিক্ষত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল