নাটোরের লালপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে মো. আকবর আলী (৫০) নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে। রবিবারসকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার গোপালপুর পৌরসভার কালুপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে।
ভুক্তভোগী আকবর আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে লালপুর ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে মেয়েকে মোটরসাইকেলে নিয়ে আসেন। তার ব্যবহৃত ডিসকভারি ১০০ সিসি নাটোর হ ১১-৯৯২৪ কলেজ মাঠে রেখে সিট নম্বর দেখে বসিয়ে দিতে কক্ষের ভেতর যান। পরে এসে দেখেন তার মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ