সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও শুরু হয়েছে এইচএসসি, আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা। রবিবার সকালে পরীক্ষার প্রথম দিনে ৯ উপজেলার ৪৮টি কেন্দ্রে ১৪ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এবারে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪৩৯ জন। জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম জানান, এবার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৩৪৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৪ হাজার ৯০৬ জন।
এর মধ্যে এইসএসসিতে ১০ হাজার ১১৪ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৩৮ জন, আলিম পরীক্ষার্থী ১ হাজার ৭৫৬ জনের মধ্যে অংশ নেয় ১ হাজার ৬৬৯ জন এবং বিএম ও ব্যবসা ব্যস্থাপনায় ৩ হাজার ৪৭৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৩৯৯ জন। এইচএসসি পরীক্ষার প্রথমদিনে জেলার ভূরুঙ্গামারী উপজেলার শহীদ লেফটেন্যান্ট সামাদ নগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যনেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্র থেকে ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
এছাড়াও তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে,রবিবার থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ