এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৮১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি। চলতি বছরে এই বোর্ড থেকে ৬৩ হাজার ১৫১ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিল।
রবিবার বিকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম মো. হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার ৮৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ৬০ হাজার ৬৩৭ জন এবং অনিয়মিত ২ হাজার ৫১৪ জন শিক্ষার্থী।
তিনি আরও জানান, গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৯ হাজার ২১৭ জন। কিন্তু গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ৬৬ জন।
বিডি প্রতিদিন/এমআই