রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হজার ৮১৮ জন। এই বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬ হাজার ৭০০ জন। এর মধ্যে রবিবার পরীক্ষায় উপস্থিত ছিল ৯৪ হাজার ৮৮২ জন। মোট ২০২ টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সকালে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হারুন উর রশিদ মন্ডল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, রংপুরে ৩৯টি কেন্দ্রে ২১ হাজার ৪২২ জন পরীক্ষাথীর মধ্যে উপস্থিত ছিল ২১ হাজার ১৬৬ জন। অনুপস্থিত ২৫৬ জন। গাইবান্ধায় ৩০টি কেন্দ্রে ১৩ হাজার ৭১৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১৩ হাজার ৪২২ , নীলফামারীতে ২৪টি কেন্দ্রে ১১ হাজার ৬৬০ জনের মধ্যে ১১ হাজার ৪১৯ জন, কুড়িগ্রামের ২৪টি কেন্দ্রে ১০ হাজার ২১৪ জনের মধ্যে ৯ হাজার ৯৩৮ জন, লালমনিরহাটে ১১টি কেন্দ্রে ৬ হাজার ২১৬ জনের মধ্যে ৬ হাজার ৭৭ জন, দিনাজপুরের ৪২টি কেন্দ্রে ১৮ হাজার ৮৩২ জনের মধ্যে ১৮ হাজার ৫১৩ জন. ঠাকুরগাঁওয়ে ২০টি কেন্দ্রে ৮ হাজার ৮১৩ জনের মধ্যে ৮ হাজার ৬২০ জন এবং পঞ্চগড়ের ১২টি কেন্দ্রে ৫ হাজার ৮২৫ জনের মধ্যে ৫ হাজার ৭২৭ জন অনুপস্থিত ছিল। কোথাও কোন বহিস্কার অথবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণে বোর্ডের পক্ষ থেকে কেন্দ্র কমিটির সাথে সভা করা হয়েছে। পরীক্ষা চলাকালে ১৭টি ঝটিকা ভিজিলেন্স টিম বিভাগের ৮ জেলায় কেন্দ্র পরিদর্শন করছে। এছাড়া শিক্ষাবোর্ডের ২টি বিশেষ ভিজিলেন্স টিম কাজ করছে।
বিডি প্রতিদিন/এএ