গাজীপুরের কালীগঞ্জে সোলাইমান নামে তিন বছরের এক শিশুপুত্রকে ধারালো ব্লেড দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত বাবা মো: কাজলকে (৩৯) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত কাজল কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয়ভাবে ওয়ার্কশপ শ্রমিকের কাজ করতেন। খুন এবং আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এস আই মো. শামীম মিয়া।
কালীগঞ্জ থানার এস আই মো: শামীম মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কাজলের স্ত্রী পাশের রান্নাঘরে রাতের খাওয়াা-দাওয়া সারতে যান। এ সময় কাজল বাড়িতে প্রবেশ করে তার শয়ন কক্ষে শিশুপুত্র সোলাইমানকে ঘুমিয়ে থাকতে দেখেন। এ সময় তাকে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে দরজা বন্ধ করে ঘরে অবস্থান করেন। কিছুক্ষণ পর তার স্ত্রী এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ধাক্কাধাক্কি করলেও তা খোলেননি কাজল। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শিশু সোলাইমানকে গলাকাটা অবস্থায় দেখতে পায়। পাশে ছিল ধারালো ব্লেড। পরে সোলাইমানের মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কাজলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার ও কাজলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় নিহতের চাচা মো: আজগর বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় সোলাইমানকে গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বাদী ও গ্রেফতারকৃত কাজলের ভাই আজগর জানান, কাজল মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্থ। মাঝেমধ্যেই তার মানসিক সমস্যা দেখা দেয়। কাজলের ৮ বছরের আরো একটি কন্যা সন্তান রয়েছে।
বিডি প্রতিদিন/এএম