নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে হৃদয় মিয়া নামের এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। এসময় আরো ৫ জন বাস যাত্রী আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আড়িয়াব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার ব্রাম্মনখালী এলাকার সাইদুল মিয়ার ছেলে। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক জুবায়ের আহমেদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কে আড়িয়াব এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মালবাহী পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক হৃদয় মিয়া নিহত হন। এসময় আহত হয়েছেন আরো কয়েক জন। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনা পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বাস ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম