বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর-দেওগ্রাম সড়কে চলন্ত ভটভটি উল্টে নিচে চাপা পড়ে চালক সুলতান আকন্দ (২০) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় নিহত সুলতান আকন্দ দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তরিকুল্লা আকন্দের ছেলে। এ ঘটনায় ভটভটি চালকের সহযোগি একই গ্রামের আব্দুল কাদের আহত হয়েছে।
কাহালু থানার এসআই নাজমুল হক জানান, সুলতান দেওগ্রাম এলাকা থেকে তার ভটভটিতে করে মুরগীর বিষ্ঠা নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। পথে উল্লেখিত স্থানে চালক সুলতান নিয়ন্ত্রণ হারালে ভটভটি রাস্তার ওপর উল্টে যায় এতে ভটভটির নিচে চাপা পড়ে সুলতান ঘটনাস্থলেই মারা যান এবং তারা সাথে থাকা কাদের আহত হয়।
বিডি প্রতিদিন/এএম