নেত্রকোনার বারহাট্টায় একটি বিল থেকে বৃদ্ধ আ. ছাত্তারের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে লাশের সুরতহাল রিপোর্ট করে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামের বাসিন্দা। ওই এলাকায় মরিয়ার বিলে পাহাড়াদারের কাজ করতেন বলে জানায় পুলিশ।
বারহাট্টা থানার ওসি লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, প্রায়ই আ. ছাত্তার নিজ গ্রামের জয়কৃষ্ণনগর এলাকার মরিয়ার বিলে মাছ পাহাড়া দিতে যেতেন। সন্ধ্যায় গিয়ে আবার রাত ১২টার ১টার দিকে বাড়ি ফিরে আসতেন। কিন্তু তিনি মঙ্গলবার রাতে এশার নামাজের পর গিয়ে আর বাসায় ফেরেননি। ফলে সকালে খুঁজতে বের হয়ে বিলের একটি ডোবায় তার লাশ পান পরিবারের লোকজন। এরপর পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, তবে লাশের শরীরে দৃশ্যমান কোন আঘাত নেই। স্বাভাবিক মৃত্যু নাকি কেউ মেরে ফেলে রেখে গেছেন এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে সব জানা যাবে। পরে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম