রাজশাহীতে আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে জয়পুরহাট জেলা শ্রমিক দল। বুধবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিকদলের সহসভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর গফুর, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন মাছুদ রানা প্রধান, বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জয়পুরহাট জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জয়পুরহাট শহর শ্রমিক দলের সভাপতি আবু তাহের তারা, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান প্রমুখ।
সভায় শ্রমিক দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ৩ ডিসেম্বর বিভাগীয় গণসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ