ময়মনসিংহের ভালুকায় কমিউনিটি সাপোর্ট গ্রুপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পর্যায়ে ভালুকার সোয়াইল কমিউনিটি ক্লিনিকে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় কমিউনিটি বেইজড হেলথ কেয়ার আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মো. রফিকুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফাহিমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, এইচআই ইনচার্জ আ. মতিন প্রমুখ। এ সময় ৫১ জন প্রশিক্ষণার্থীর যাতায়াত ভাতাসহ একটি করে ছাতা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই