নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে দিনাজপুরে দুই দিনব্যাপী সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার দুপুরে দিনাজপুর শহরের এক রেস্টুরেন্টে এই কর্মশালা শুরু হয়।
প্রথম ধাপের এই কর্মশালায় স্থানীয় ৩০ জন নারী অংশগ্রহণ করেছেন। এই কর্মশালা উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। পরে একটি র্যাম্প শো অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনিকাস বিউটি সেলন’র পরিচালক নারী উদ্যোক্তা কনিকা রহমান পারুল। এছাড়া প্রশিক্ষণের প্রশিক্ষক ঢাকা থেকে আগত মেকআপ আর্টিস্ট জামির স্বপ্ন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই