কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভার সূচনা করা হয় জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শনের মধ্যদিয়ে।
অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দীন মো: আলমগীর, কউক সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়া, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফামিদা মোস্তফা শাওন, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজিব, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরোবিতা চাকমা, হিন্দু বৌদ্ধ ক্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা সমাজ সেবা কর্মকর্তা হাসান মাসুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ রাখা, বাজারমূল্য নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, অবৈধভাবে বালুমহাল, বন ও পাহাড়কাটা ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন, মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত পর্যালোচনা, সড়ক-ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, পাবলিক লাইব্রেরীর পাঠাগার পুন:স্থাপন, যানজট নিরসন, সেন্টমার্টিন দ্বীপের সাধারণ মানুষের জীবনমান সংকটে করণীয় ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। এসময় পদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্স ও চোরাচালান মামলা মনিটরিং কমিটির অনুষ্ঠিত হয়। এছাড়াও বিগত সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এএম