মানিগঞ্জের মিতরা রমজান আলী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র মো. রমজান আলী।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষারের সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, বেগম জরিনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল করিম বিশ্বাস পেয়ারা, দোয়াত আলী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মতিউর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।