ফরিদপুর জেলার বোয়ালমারীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ। সভায় উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক চিত্র ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এএ