উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব শীর্ষক দিনব্যাপী এক সেমিনার ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টায় স্থানীয় এস এ
মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ দরবার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ মেসবাউল আলম। ফরিদপুর জেলা নাসিব এর সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মুহাম্মদ আরিফুজ্জামান। আলোচনায় অংশ নেন নাসিব এর সহ সভাপতি মো. ইদ্রিস আলী, এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এমপিও), শিল্প মন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতির আয়োজনে জেলার শতাধিক নারী-পুরুষ উদ্যোক্তা সেমিনারে অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল