রাজশাহীর সমাবেশকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও শিবগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৫টি ককটেল উদ্ধারসহ বিএনপির ১৭ জন নেতাকর্মীকে আটক করেছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাজশাহীর সমাবেশকে ঘিরে নাশকতার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল মজুদ করছে বিএনপি নেতাকর্মীরা। তাদের উদ্দেশ্য রয়েছে সমাবেশের আগে বা পরে নাশকতা সৃষ্টি করা।
এদিকে গত রবিবার বিকেলে পুলিশের কোনো অনুমতি ছাড়াই ছাত্রদল নেতাকর্মীরা পৌর এলাকার শ্রীরামপুর অক্সফোর্ড একাডেমি চত্বরে কর্মীসভার আয়োজন করেছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ছুড়লে নাচোল থানার কনস্টেবল সিপাহী আলমগীর হোসেন ও পলাশ আহত হন। এসময় পুলিশ লাঠিচার্জ করে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি মজুদকৃত অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ১৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ৭০ থেকে ৮০ জনের নামে নাচোল থানায় মামলা দায়ের করেছে নাচোল থানার এসআই আকবর হোসেন। মামলায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু তাহের খোকন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ ও ছাত্রদল কর্মী রোমিওকে প্রধান আসামি করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবিসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে এবং বিক্ষোভ মিছিল বের করার সময় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠানের বাতেন খাঁর মোড়ে ব্যক্তিগত অফিসে তল্লাশি চালিয়ে ৮টি তাজা ককটেল উদ্ধারসহ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আতিক হাসান মুক্তা ও বিএনপি কর্মী আনারুল ইসলামকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, তল্লাশির সময় পুলিশ ওবায়েদ পাঠানের অফিসের রান্নাঘর থেকে আটটি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাখা হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার রানীহাটি এলাকায় নাশকতার উদ্দেশ্যে বৈঠক করার সময় সাতটি ককটেলসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, আটককৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই