২৭ নভেম্বর, ২০২২ ১৮:৪৪

গোপালগঞ্জে আশ্রয়নবাসীর সফলতার গল্প নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে আশ্রয়নবাসীর সফলতার গল্প নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

গোপালগঞ্জে আশ্রয়নবাসীর সফলতার গল্প নিয়ে লিখা “স্বপ্নের ঠিকানা“ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের এর কাযলয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতায়” সদর উপজেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এই বইয়ের মোড়ক উন্মোচন  করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ঘর পাওয়া বিভিন্ন পরিবারকে সাবলম্বি করে তোলার জন্য জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গহণ করে। এর ফলে বিভিন্ন সেক্টরে সাফল্যতা অর্জন করা ২৫টি পরিবারে সফলতার গল্প তুলে ধরা হয়েছে এই বইটিতে।

এ সময় অতিরিক্ত জেলাপ্রশাসক  সার্বিক এ কে এম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর