২৮ নভেম্বর, ২০২২ ১৭:৩৪

জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মসূচি

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মসূচি

জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মসূচি

জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের নিয়ে ‘নিরাপদ খাদ্য বিষয়ক’ জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ও জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম সুমন, নিরাপদ খাদ্য জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী কামাল উদ্দিন প্রমুখ।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, আমরা যে যার মতো জায়গা থেকে সচেতন থাকলে খাদ্য নিরাপদ রাখা সম্ভব। আইন কিংবা চাপ দিয়ে খাদ্যে ভেজাল নির্মূল করা কঠিন। এজন্য প্রয়োজন বিবেকের জাগরণ। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর