খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক ২ দিনব্যাপি কর্মসূচির শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। খাগড়াছড়িতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে পার্বত্য শান্তি চুক্তির রজত জয়ন্তী কর্মসূচি শুরু হয়।
শান্তি চূক্তির রজত জয়ন্তী উযাপন উপলক্ষে অফিসার্স ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি ঐতিহাসিক অর্জন। এ চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে শান্তির সুবাতাস বইছে। চুক্তির আগে এই পাহাড় কেমন ছিল, আর চুক্তির ২৫ বছর পরে কেমন উন্নয়ন হয়েছে তা আজ দৃশ্যমান। শান্তি চুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে। চুক্তির পূর্বে পার্বত্য চট্টগ্রামের এই পাহাড়ী অঞ্চলে কোন উন্নয়ন ছিলো না। চুক্তির পরেই ২৫ বছরে এসে এই পাহাড়ে উন্নয়নের জোয়ার দেখতে পাচ্ছেন পার্বত্যবাসী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, সিভিল সার্জন ডা. ছাবের আহমেদ, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাংকন প্রতিযোগিতা ও জেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশন করা হয়। জিওবির অর্থায়নে বিসিক'র মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন