খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও রিজিয়নের উদ্যোগে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির রজত জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
শান্তি চুক্তির ২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলাপরিষদ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে চেতনা মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা তার বক্তব্যে বলেন, পাহাড়ী জনগোষ্ঠী যদি সে সময় তাদের রাগ ক্ষোভ ও আশা আকাঙ্ক্ষার কথা সরকারের কাছে প্রকাশ না করতো তাহলে পার্বত্য চট্টগ্রাম এত অগ্রসর হত না। প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের প্রতি আন্তরিক। তাই পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিক সমস্যা চিহ্নিত করে পাহাড়ের মানুষের জন্য কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পাহাড়ের মানুষ সারা বিশ্বে শান্তি ও সহাবস্থানে কিভাবে থাকতে হয় তার নজির স্থাপন করেছেন। পাহাড়ের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পাহাড়ী বাঙ্গালীর মধ্যে সম্প্রীতি ও এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা চান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার নাইমুল হক, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা সিভিল সার্জন ছাবের, সদস্য নিলোৎপল খীসা, সদস্য পার্থ ত্রিপুরা জুয়েলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সাংবাদিক ও স্কুল-কলেজের শির্ক্ষাথীরা।
বিডি প্রতিদিন/কালাম