মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ কজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে মেহেরপুর শহরের কলেজ মোড়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাস্তা প্রশস্তকরণ কাজের ফলক উন্মোচন করেন। ফলক উন্মোচন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সড়ক সার্কেল কুষ্টিয়ার তত্তাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ সংসদীয় আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান খোকন, জেলা পরিষদ চেয়ারম্যান এড. আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী প্রমুখ।
এ প্রকল্পে ৬৪৩ কোটি টাকার ব্যায়ে ৫৪ কিলোমিটার রাস্তা প্রস্থকরন করা হবে। এর মধ্যে প্রায় ৯ কিলোমিটার রাস্তা ৪ লেনের সড়ক থাকবে।
বিডি প্রতিদিন/এএ