ফরিদপুর-১ আসনের বোয়ালমারীর ঘোষপুর ইউনিয়নের খামারবাড়ী এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে উঠোন বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য সৈয়দ শামীম রেজা। শুক্রবার বেলা তিনটায় এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ শামীম রেজা বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মডেল হিসাবে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের সেই স্বপ্ন কখনো সফল হতে দেওয়া যাবেনা। দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার কথা বলেন তিনি। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী, থানা আওয়ামী লীগের সদস্য গিয়াসউদ্দিন মোল্যা, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বোরহানউদ্দিন, ঘোষপুর ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলম মোল্লা।
বিডি প্রতিদিন/এএ