রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া রাঙামাটি পুলিশ পরিদর্শক মো. আফজল হোসেন, জেলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যমল বড়ুয়া, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক দর্পণ চাকমা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী, খেলাধূলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়ার ও একজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
এ আগে 'থাকব ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ' এ স্লোগানকে সামনে রেখে
শহরের চম্পক নগর এলাকা থেকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যলয়ে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল