২৪ ডিসেম্বর, ২০২২ ২১:০৫

শরীয়তপুরে বোমা তৈরির সময় আহত যুবকের তিনদিন পর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে বোমা তৈরির সময় আহত যুবকের তিনদিন পর মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরির সময় বিস্ফোরণে ইমরান খালাসি (২৭) নামের আহত যুবক  মারা গেছেন। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এরআগে ২১ ডিসেম্বর (বুধবার) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধপুরিয়া কাচারি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় বিস্ফোরণে তার ঘরের টিনের বেড়া-চালা উড়ে যায়।

ইমরান খালাসি ওই গ্রামের শামচু খালাসির ছেলে। এ ঘটনায় যুবকের চোখ-মুখ, বুক ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম হয়। এসময় বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইমরান খালাসি বিক্রির জন্য বোমা তৈরি করে আসছেন। গত বুধবার নিজের ঘরে বসে বোমা তৈরির সময় বোমা বিস্ফোরিত হলে গুরুতর আহত অবস্থায় ওইদিনেই তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ওই যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ইমরান খালাসি নিজে বোমা তৈরির সময় বোমা বিস্ফোরিত হয়ে আহত হন। আজ তিনি মারা গেছেন। এঘটনায় তিনিসহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর