নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেল চাপায় জয়নাল আবেদীন (৭০) নামে এক পথচারী বৃদ্ধ এবং মোহনগঞ্জে ট্রাকচাপায় বকুলা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) রাতে ও সন্ধ্যায় পৃথকভাবে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।
জানা গেছে, দুর্গাপুর উপজেলার মিনকিফান্দা এলাকার জয়নাল আবেদীন রবিবার রাতে স্থানীয় একটি মসজিদে সভা শুনতে যাচ্ছিলেন। এসময় ফান্দা বাজার এলাকায় পৌঁছাতেই বাজারের দক্ষিণ পাশে মোড়ে পিছন থেকে আসা একটি মোটরসাইকেল বৃদ্ধকে চাপা দেয়। মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।অন্যদিকে, জেলার মোহনগঞ্জে পৌরশহরের টেংগাপাড়া এলাকার পাইলট স্কুল মোড়ে বকুলা খাতুন নামের নারীকে একটি ট্রাকচাপা দিয়েই দ্রুত চলে যায়। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, বকুলা খাতুনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল এালাকায়। তিনি মোহনগঞ্জে ফায়ার সার্ভিস কর্মী আবুল কালামের স্ত্রী। স্বামীর বাড়ি জামালপুরে। তারা চাকরির সুবাদে মোহনগঞ্জ ভাড়া বাসায় থাকতেন। রবিবার সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে পাইলট স্কুলের মোড়ে সরু রাস্তার বিপরীত থেকে আসা বেপরোয়া একটি ট্রাক বকুলাকে চাপা দিয়েই চলে যায়।
স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী নওহাল এলাকার বাসিন্দা শিক্ষক মোস্তফা কামাল জিয়া বলেন, সড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় স্কুলের মোড়টি সরু হয়ে আছে। একটি ট্রাক এদিক দিয়ে গেলে পাশে আর তেমন কোন জায়গা খালি থাকে না। ট্রাকটি দেখে বকুলা দুর্ঘটনা এড়াতে স্কুলের দেয়ালের সাথে মিশে যান। কিন্তু ওই ট্রাকটি দেয়ালে গিয়েই চাপা দেয় তাকে। এতে বকুলা গুরুতর আহত হলে উপস্থিত লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বকুলাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল হক বলেন, চাপা দেওয়ার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি শনাক্তে শহরের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ