‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে উদযাপিত হয়েছে ২৪তম জাতীয় সমাজসেবা দিবস। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার ও উপজেলা সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম, আলী আক্কাছ, এনডিপির ম্যানেজার প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও আব্দুল আলীম প্রমুখ। এসময় উপজেলা ও উপজেলা এনডিপির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই