সদ্য প্রয়াত ফুটবল লিজেন্ড পেলে, সুপারস্টার লিওনেল মেসি কিংবা নেইমার-সবাই এক মঞ্চে। আছেন ভারতের দক্ষিণী সুপারস্টার ইয়াশ, যিনি কেজিএফ নামেই পরিচিত। কেমন হতো যদি এমন মহারথীদের এক মঞ্চে পাওয়া যায়! বাস্তবে এমন দৃশ্যের দেখা মেলা মুশকিল হতে পারে। কিন্তু নিজেদের গরুর নামকরণ করে এই দৃশ্যের অবতারণা করছেন চট্টগ্রামের গরু ব্যবসায়ীরা।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো ক্যাটল এক্সপো। সেখানে নিজেদের খামারের গরু নিয়ে হাজির হন এই খাতের ব্যবসায়ীরা। বিভিন্ন ফার্মের গরুগুলোর মধ্যে পেলে, মেসি, নেইমার, কেজিএফসহ নানা নামের গরু রয়েছে। এসব গরুকে বাহারি সাজে সাজিয়ে ক্যাটওয়াক করান খামার মালিকরা।
‘গরু আইয়্যেদে শিনা ফুলাইয়্যা, হুঁংকার দি মাটি কাঁপাইয়্যা, এটা চিটাগাং ক্যাটল এক্সপো ভাইয়্যা’- এমন থিম সং নিয়ে আয়োজিত এই এক্সপোতে মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
চট্টগ্রাম ক্যাটল ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বোরহানুল হাসান চৌধুরী জানান, এক্সপোতে চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলাগুলোতে ৩৮টি এগ্রো ফার্ম অংশ নিয়েছে। প্রত্যেকটি খামার নিজস্ব স্টল নিয়ে অংশ নেয়। সেখানে ১০০টি ষাঁড় ফ্যাশন ক্যাটওয়াক করে। এছাড়া এগ্রো শিল্পের নানান দিক নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। হয় পশুখাদ্যের প্রদর্শনী।
সংগঠনটির সহ-সভাপতি ওয়াসিফ সালামের খামারের নাম এশিয়ান এগ্রো। তিনি তার খামার থেকে দুটি গরু নিয়ে আয়োজনে হাজির হয়েছেন। যাদের একটির নাম পেলে, এবং অন্যটির নাম গোল্প কয়েন। তিনি বলেছেন, মূলত এগ্রো খাতে বিনিয়োগ বৃদ্ধিতে উৎসাহিত করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে এমন আয়োজন করা হয়। খামারের উদ্যোক্তারা তাদের অর্জিত জ্ঞান ও শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেন, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়।
চৌধুরী রাঞ্চ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাশেদ মো. হাসান ‘নেপালি গির’ প্রজাতির একটি গরু নিয়ে এক্সপোতে অংশ নেন। বাহারি শিংয়ের অধিকারী গরুটির নাম ‘কেজিএফ’, ওজন ৫’শ কেজির মতো। প্রথমবারের মতো এক্সপোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘ভীষণ দারুণ। ব্যক্তিক্রমী আয়োজন। এগ্রো শিল্প নিয়ে এমন আয়োজনের ফলে সবার মধ্যে আগ্রহ বাড়বে।’
একই কথা বলছিলেন ‘ব্ল্যাকবেরি ও শাহেনশাহ’ নামের দুটি গরু নিয়ে এক্সপোতে অংশ নেয়া রুস্তম এগ্রোর স্বত্বাধিকারী গাজি মোহাম্মদ আলী। তিনি বলছিলেন, ‘গরু পালনে মানুষের আগ্রহ বাড়লে দেশে মাংসের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।’
বিডি প্রতিদিন/নাজমুল