জামালপুরের ইসলামপুর পৌর মেয়রের দুর্নীতি, স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ও মেয়রের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাউন্সিলররা। রবিবার দুপুরে ইসলামপুর পৌর শহরের থানা মোড়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌরসভার সকল সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলররা।
ইসলামপুর পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মহন মিয়া।
লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলামপুর পৌর মেয়র আ. কাদের সেখ বিধি বহির্ভূতভাবে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করে নিজের আত্মীয়সহ ৩২ জনকে পৌরসভায় চাকরি দিয়েছেন। পৌরসভার এক কর্মচারীকে ঠিকাদারি লাইসেন্স দিয়ে ওই লাইসেন্স দিয়ে মেয়র নিজেই সব ঠিকাদারি কাজ করেন।
কাউন্সিলরদের স্বাক্ষর নিয়ে মেয়র নিজের ইচ্ছামতো রেজ্যুলেশন লিখে তা বাস্তবায়ন করেন। এছাড়া রাস্তাঘাট, ড্রেন-কালভার্ট নির্মাণ ও সংস্কার, সড়ক বাতি স্থাপনসহ পৌরসভার নানা উন্নয়ন কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। কাউন্সিলররা তাদের অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর সামিউল, শফিক, সোহেল রানা, মো. শেখ খাজা আব্দুল্লাহ, এস এম মঞ্জুরুল হক, জুলহাস মিয়া, ফজলুর রশিদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. মাজেদা খাতুন, রত্না বেগমসহ সকল ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই