চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিনসহ দু’জনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছেন- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম গুলজারবাগের মোঃ রেজাউল করিমের ছেলে দেলোয়ার হোসেন মিলন (২৬) এবং একই থানার আদারিয়াপাড়ার মৃত মোত্তালেবের ছেলে সুজন (২৫)।
গতকাল রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালায়। এসময় ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ দুই যুবককে আটকসহ তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে গণমাধ্যমকে এই তথ্য জানায় র্যাব।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ