পটুয়াখালীর বাউফলের কারখানা লঞ্চঘাট থেকে ৩৫ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে গাঁজা নিয়ে অটোরিক্সায় যাওয়ার সময় তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমীরাবাদ এলাকার নজরুল ইসলাম সরদারের ছেলে লিমন সরদার (২২) ও একই ইউনিয়নের বীরপাশা গ্রামের মমিন হাওলাদারের ছেলে মো. শাকিল হাওলাদার (২১)।
বাউফল থানার ওসি আল মামুন জানান, তিনিসহ পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে কারখানা লঞ্চঘাটে অভিযান চালায়। এ সময় আটককৃতরা লঞ্চ থেকে রিসিভ করে অটোরিক্সায় গাঁজা নিয়ে যাচ্ছিলেন। এ সময় তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আল মামুন।
বিডি প্রতিদিন/ফারজানা