পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকার একটি খাল থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়।
তবে মৃত ব্যক্তি ৫৫-৬০ বছরের এক পুরুষ বৃদ্ধর হলেও তার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য পলাশ মিত্র জানায়, সোমবার সকালে উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকায় কৃষক মাঠে ধান কাটতে গেলে স্থানীয়রা পাশের বদ্ধ খালের কচুরিপানার মধ্যে একটি গলিত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদা পাঞ্চাবী ও পাজামা পড়া অবস্থায় গলিক মৃতদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে থেকে একজোড়া জুতা ও শীতের চাদর উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো: আশিকুজ্জামান জানান, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মাস খানেক আগে ওই ব্যাক্তিকে হত্যা করে মৃতদেহ এনে ফেলা হয়েছে। তবে তদন্ত্ম ছাড়া কোন কিছু বলা সম্ভব হচ্ছে না। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তেরর জন্য পিরোজপুরে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/এএ