বগুড়ার কাহালুতে চোর সন্দেহে পারভেজ আলম (১৬) নামক এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, কাহালু উপজেলার শেখাহার এলাকার জনৈক সাদ্দাম হোসেনের রড চুরির অভিযোগে পারভেজ আলমকে সন্দেহ করে গত রবিবার বিকেলে আটক করে বেঁধে মারপিট ও জরিমানা করে সাদ্দাম ও তার সহযোগীরা। এ খবর পেয়ে পারভেজের পরিবারের লোকজন সেখান থেকে গুরুত্বর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার দুপচাচিয়া হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিসাধীন অবস্থায় তার বুক ব্যাথা করলে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়া হলে রাতের কোন এক সময়ে তার মৃত্যু হয়। পারভেজ বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামের বেলাল হোসেন ওরফে রতন এর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে পারভেজের মা পারভীন বেগম বাদী হয়ে কাহালু থানায় মামলা দায়ে করেছে। কাহালু থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান পারভেজ কি কারনে মারা গেছে সে বিষয়টি মাথায় রেখে নিহতের ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বুঝাঁ যাবে সে কি কারনে সে মারা গেছে। পুলিশ বিষয়গুলো মাথায় নিয়ে কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/এএম