জয়পুরহাটে পুলিশের উদ্যোগে দুই হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসব বিতরণ করা হয়।
কাজলী রানী নামের এক নারী জানান, এসপি স্যার কম্বল দিছে। তাতে আমরা অনেক খুশি। শীতের মধ্যে অনেক কষ্ট করতেছিলাম।
কম্বল পেয়ে অমিত চন্দ্র নামে এক বৃদ্ধ জানান, শীতের মধ্যে পুলিশের কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। এত দিন কাঁথা গায়ে দিয়ে শীতে ঠকঠক করে কাঁপতেন তিনি। শীত মৌসুমে অনেক দুর্ভোগ তাকে পোহাতে হয়েছে। এখন থেকে কম্বল গায়ে দিয়ে তিনি আরামে ঘুমাতে পারবেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.কে.এম মামুন খান চিশতী বলেন, জয়পুরহাটে এবার স্মরণকালের শীত পড়েছে। প্রচন্ড শীতে এসব মানুষদের মাঝে কিছুটা উষ্ণতা দিতেই এই প্রচেষ্টা। অসহায় মানুষদের মাঝে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
এসময় স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.কে.এম মামুন খান চিশতী জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল