হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে মক্তবে পড়তে যাওয়ার পথে খুন হল তৃষা আক্তার নামে ৯ বছরের এক শিশু। নিহত তৃষা ওই গ্রামের আব্দুস শহীদের কন্যা।
মঙ্গলবার সকালে ছোট বহুলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, সকালে মক্তবে আরবি পড়তে ঘর থেকে বের হয় তৃষা। এর কিছুক্ষণ পর বাড়ির পার্শ্ববর্তী মাঠে তার চিৎকার শুনতে পায় স্বজনসহ প্রতিবেশীরা। তাৎক্ষণিক তৃষার বাবা আব্দুস শহীদসহ স্বজনরা এগিয়ে গেলে তৃষাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে তার বাবার কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শুনে পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি বলেন, শোনা যাচ্ছে ওই শিশুর বাবার সঙ্গে স্থানীয় একটি পরিবারের বিরোধ আছে। তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/কালাম