ময়মনসিংহের ফুলপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসানের সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, ফুলপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুকুল, ট্রাইভাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সিংহ, দিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন রিটা, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, সাংবাদিক আকিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম রতন, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ভাইটকান্দি ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরিফ রব্বানী প্রমুখ।
বক্তব্যে নবযোগদানকৃত ইউএনও এম সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী আমাকে এখানে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ইনশাআল্লাহ আমি তা শতভাগ পালনের চেষ্টা করব। আপনারা যখন যেভাবে চাইবেন ইনশাআল্লাহ সেভাবেই আমাকে পাবেন। আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাব। কার কী সমস্যা আছে তা দেখার চেষ্টা করব। এসময় ফুলপুরকে ফুলের মতো করে সাজাতে তিনি সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, এম এ মান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম