জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে রমিজ বিপণির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল করিম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সিতেশ তালুকদার মঞ্জু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল