ফরিদপুরে মাহেন্দ্রের (থ্রি-হুইলার) ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদরের তাম্বুলখানা এলাকায় কবি জসীমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই শিশু শিক্ষার্থী হলেন-ছুরাইয়া (৭) ও মহসিন (৮)। তাদের দুজনেরই বাড়ি জেলা সদরের শোলাকুন্ডু এলাকায়।
এ ঘটনার পরে সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
স্থানীয়রা জানান, ছুরাইয়া ও মহসিন নামে দুই শিক্ষার্থী সকালে তাম্বুলখানা এলাকায় সড়ক পার হচ্ছিল। এসময় ফরিদপুর থেকে সালথাগামী একটি মাহেন্দ্র তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। তারা সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধের দাবি জানান।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। একই সাথে স্থানীয়দের বুঝিয়ে ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওই মাহেন্দ্র চালককে চিহ্নিত করতে কাজ চলছে। আশা করছি দ্রুত তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবো।
বিডি প্রতিদিন/এমআই